খুলনার রূপসা উপজেলার সাব্বির হত্যা মামলার প্রধান আসামি শেখ হাফিজ (৩২)সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাত ৩টা থেকে ভোর পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার আইচগাতী ইউনিয়নের বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—হাফিজের সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মো. মাসুম শেখ (২২) ও মো. দীপু শেখ (২৪)।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ গাঁজা এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হাফিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির হত্যাকাণ্ডে তার সরাসরি সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসএস/আরএন