সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের চরপ্রসন্নদী-বৌলতল সড়ক। ছোট-বড় গর্তে ভরা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নানা বয়সের মানুষদের। এদিকে, আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
দ্রুত সড়কটি সংস্কার করে ভোগান্তি কমানোর দাবি স্থানীয়দের।
আর এলজিইডি বলছে, সড়কটির কাজ দ্রুত শুরু করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা হবে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৫টি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম চরপ্রসন্নদী থেকে বৌলতল পর্যন্ত ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন প্রায় ৫০ হাজার মানুষ। তবে ১৫ কিলোমিটারের মধ্যে ৫ কিলোমিটার সড়ক সংস্কার করা হলেও বাকি ১০ কিলোমিটার সড়ক সংস্কার না করায় পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ আর ছোট-বড় গর্তের।
ওই এলাকার বাসিন্দা অনিক আহমেদ খান বলেন, 'বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তি যেন ভয়াবহতায় রূপ নেয়। পানি জমে গর্তের গভীরতা বোঝা না যাওয়ায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে এ পথে চলাচলকারী গর্ভবতী নারী, বয়স্ক ও স্কুলগামী শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। দুর্ঘটনাসহ এই রাস্তায় চলাচল করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের যন্ত্রাংশও। গত কয়েক বছর ধরেই এই সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও হয়নি বাস্তবায়ন।
এই সড়কের পাশের রয়েছে খাদ্য গুদামসহ নানা ব্যবসাপ্রতিষ্ঠান। সড়কটি খারাপ থাকায় ব্যহত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও। পণ্য পরিবহনে সমস্যা হওয়ায় বাড়ছে খরচ আর কমছে ক্রেতা। স্থানীয় স্বাধীন ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নিজেদের অর্থায়নে খানাখন্দ কিছুটা ভরাট করলেও, তা সাময়িক স্বস্তি ছাড়া আর কিছুই এনে দিতে পারেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে টেন্ডার সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ দিলেও শেষ হয়নি কাজ। এতে আরও ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। ইতোমধ্যে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দ্রুত সড়কটি মেরামতের দাবি স্থানীয়দের।
এই এলাকার মানুষের ভোগান্তির কথা স্বীকার করে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক সড়কটির কাজ দ্রুত শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, বর্ষা মৌসুমে কাজ করা কঠিন তাই বর্ষা মৌসুম শেষ হলে দ্রুত গতিতে কাজ শেষ করা হবে।
১৫ কিলোমিটার দৈর্ঘ্যৈর এই সড়কটি নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি টাকা। এলাকাবাসীর দাবি- আর আশ্বাস নয়, ভোগান্তি কমাতে দ্রুত সংস্কার করা হোক সড়কটি।
এমএইচ/এমএ