সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই আন্দোলন’ স্মরণে শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্নেসা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রহিম সিদ্দিকী কমল, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন এবং জুলাই আন্দোলনের যোদ্ধা জিল্লুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরিফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) এর উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা আনসার, জেল পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা, আহত যোদ্ধা এবং তাঁদের পরিবারবর্গ।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, "যুদ্ধ এখনো শেষ হয়নি। জন্ম থেকেই আমরা যুদ্ধ করছি—ভাষার জন্য, অধিকারের জন্য, স্বাধীনতার জন্য, বৈষম্যের বিরুদ্ধে, এবং সর্বশেষ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার যুদ্ধ। এভাবেই আমাদের সংগ্রাম চলবে আজীবন। আমরা কোনো জাতিগত বিভেদ না তৈরি করে একসাথে, এক বাংলাদেশি পরিচয়ে বাঁচতে চাই।"
পরে সাতক্ষীরার ‘জুলাই আন্দোলনে’ শহীদ ও আহতদের পরিবারের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক।
এমজেডআর/আরএন