নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, 'আমরা অবিলম্বে নির্বাচন চাই। নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করলে ইউনূস সাহেবকেও ফ্যাসিস্টদের মতো বিদায় নিতে হবে।'
নরসিংদীর মনোহরদীতে মঙ্গলবার দুপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, 'ফ্যাসিবাদ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলনে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিজয় রচিত হয়েছিলো। আজকে সেই বিজয়কে স্বরণ করে বিজয় মিছিলের মাধ্যমে আমরা জানান দেব গণতন্ত্রের বাইরে কোনো শক্তি নেই। গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ চালাবে এর কোনো বিকল্প নেই।'
সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে মনোহরদী বাসস্ট্যান্ড থেকে একটি বিজয় র্যালী বের হয়। র্যালীটি মনোহরদী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয।
এর আগে সকাল থেকে মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলার সকল ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা এসে জড়ো হন সভাস্থলে।
এ সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, মনোহরদী পৌর বিএনপির সভাপতি বাবুল মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হান্নান, শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, মহিলা দলের সভাপতি মাসুদা সুলতানা, সাধারণ সম্পাদক হাসিনা হিমু, পৌরসভার সাবেক কাউন্সিল শামসুন্নাহারসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এইচআর/এমএ