দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট শাসকের প্রধান সহায়ক শক্তি আমলাতন্ত্র ছিল না। বিগত ফ্যাসিস্ট শাসকের প্রধান সহায়ক শক্তি ছিল বিচার বিভাগ। বিষয়টি "ইউনিক ক্যারেক্টার অফ দিস হাসিনাস ফ্যাসিজম"।
রোববার দুপুরে মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের সেমিনার কক্ষে "শাপলা থেকে জুলাই গণঅভ্যুত্থান" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাপলা চত্ত্বরের ঘটনা বর্ণনা করতে গিয়ে মাহমুদুর রহমান বলেন, 'শাপলা হত্যাকাণ্ডে আরেক ধরনের পাবলিক এনিমি তৈরি করা হয়েছিল। যাদেরকে বলা হলো 'মৌলবাদী'। অর্থাৎ মৌলবাদী ও জঙ্গী হলে তাদের জেনোসাইড করা জায়েজ, আইনসিদ্ধ। তারা পাবলিক এনিমি রাষ্ট্রের জন্য ক্ষতিকর এই বয়ান তৈরি করে হত্যাকাণ্ড চালিয়েছিল।'
আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক সফিক ইসলাম, জগলুল আসাদ, আব্দুল মান্নান ও গণঅভ্যুত্থানে আহত ওই কলেজের শিক্ষার্থী ইউনুস হোসাইন।
এর আগে মাহমুদুর রহমান কলেজ প্রাঙ্গনে একটি লিচু ও বরই গাছ রোপণ করেন।
এমএইচ/এমএ