বাংলাদেশ ও চীনের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে একটি উচ্চপর্যায়ের চীনা কারিগরি প্রতিনিধি দল ২৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর সম্পন্ন করেছে। এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সফর চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মধ্যে বেইজিংয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের সময় গৃহীত ঐকমত্য বাস্তবায়নের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের (CWRC) প্রধান পরিকল্পনাবিদ মি. শু ঝাওমিং। দলের সদস্যদের মধ্যে ছিলেন CWRC, CISPDR কর্পোরেশন এবং চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা ও বিনিময় কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী ও বিশেষজ্ঞরা।
বাংলাদেশের পক্ষ থেকে সফরে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (BWDB) মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। এছাড়া পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (WARPO), নদী গবেষণা ইনস্টিটিউট (RRI) এবং অন্যান্য কারিগরি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন।
সফরের অংশ হিসেবে চীনা প্রতিনিধি দল ঢাকার বুড়িগঙ্গা নদী, যশোরের ভবদহ এবং খুলনার দাকোপ এলাকার পোল্ডার ৩১ পরিদর্শন করে। জলাবদ্ধতা, নদীদূষণ, লবণাক্ততা ও নদীভাঙনের মতো প্রধান সমস্যাবলি তারা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
৩১ জুলাই ঢাকার পানি ভবনে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক কারিগরি বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পানি সম্পদ ব্যবস্থাপনায় যৌথ পরিকল্পনা ও কারিগরি সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন। বিশেষভাবে বুড়িগঙ্গা নদীর পুনরুদ্ধার নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষজ্ঞদের মতে, এই সফর প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে একটি মাইলফলক এবং ভবিষ্যতের জন্য বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর করবে।
আরএন