ঢাকার দোহার উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এবং এসআইডিপি প্রকল্পের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন, জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আয়ুবুর রহমান, জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুন নুর, বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আক্তার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজিব, পদ্মা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও ঢাকা জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার মো. মাসুদ রানা, ড্যাফোডিলস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. এরশাদ হোসেন, মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম ফারুকী এবং জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা ইয়াসমিন লিনা প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মোট ৩২ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এআর/আরএন