কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলার ঘুষখোর, দুর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সর্বস্তরের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রনেতা আব্দুল হাই শরিফুল ইসলাম, সানরেজা বসুনিয়া, সিদরাতুল সবুজ, মুন সরকার, জেলাল সরকার প্রমুখ।
দাবিগুলো হলো-
১. দুর্নীতিবাজ, ঘুষখোর শিক্ষা অফিসারকে প্রত্যাহার
২. ফুলবাড়ীর সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্কুল ফিডিং এর আওতায় আনতে হবে।
৩. স্কুল চলাকালীন সময় কোনো ধরনের কিন্ডারগার্ডেন ও প্রাইভেট টিউটর চলবে না।
৪. প্রত্যেক সরকারি স্কুলের শিক্ষকদের ডিজিটাল হাজিরার আওতায় আনতে হবে।
৫. রাজনৈতিক মিছিল মিটিংয়ে কোনো সরকারি কর্মচারী ও কর্মকর্তা অংশগ্রহণ করতে পারবে না।
দ্রুত সময়ের মধ্যে ঘুষখোর ও দুর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলবাড়ী উপজেলা থেকে দ্রুত প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।
এসি/এমএ