সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে শুক্রবার ভোররাতে (২৫ জুলাই) একযোগে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। আনুমানিক রাত ৩টার দিকে সংঘটিত এ ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
চোরেরা মনোহারি দোকানদার মো. আলতুমিয়া, মো. সাইদুর মিয়া, মো. আনো মিয়া এবং চালের আড়তের মালিক মো. ময়না মিয়ার দোকানের তালা ও শিকল ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিটি দোকানে প্রায় ৫০-৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার পর ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজারে নিরাপত্তাহীনতা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। স্থানীয় বণিক সমিতির হিসাবরক্ষক জামাল মিয়া বলেন, “গত কয়েক মাসে অন্তত ১০ বার চুরি হয়েছে। বারবার থানায় জানিয়েও কোনো ফল পাইনি।”
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং আলামত সংগ্রহ করেছে।” তবে স্থানীয়দের অভিযোগ, ধারাবাহিক এসব চুরির ঘটনায় এখনো কোনো চোরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ব্যবসায়ীরা বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশি টহল জোরদার এবং দোষীদের দ্রুত শাস্তির দাবিতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এই ঘটনার পর বাজার ও আশপাশের এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান স্থানীয়রা। তাদের দাবি, একের পর এক চুরি প্রশাসনের ব্যর্থতাকেই স্পষ্ট করছে।
একে/আরএন