Monday | 27 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 27 October 2025 | Epaper
BREAKING: জামালপুরে অটোরিকশা-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪      সংস্কার নভেম্বরের মধ্যে শেষ করার তথ্য সঠিক নয়      কাদের নিয়ে বিএনপি জোট করবে জানালেন সালাহউদ্দিন      সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ      জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা      উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু      ড্যাফোডিল-সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাংচুর-যানবাহনে অগ্নিসংযোগ       

শীঘ্রই বাজারে আসছে ‘দ্য লিজেন্ডারি’ অপো রেনো১৪ সিরিজ

Published : Wednesday, 23 July, 2025 at 12:39 PM  Count : 149

আজকের বিশ্বে ফ্যাশন ও প্রযুক্তি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে; ঠিক এই সময়ে অপো রেনো১৪ সিরিজ কেবল একটি স্মার্টফোন হিসেবে নয় বরং একটি আধুনিক লিজেন্ড হিসেবে উঠে এসেছে। বৈশ্বিক মার্মেইডকোর ট্রেন্ড থেকে অনুপ্রাণিত এবং বাংলা লোককথার আলোকে কল্পনা করা এই সিরিজটি সাগরের তরল সৌন্দর্য, সাংস্কৃতিক গভীরতা ও সাহসী উদ্ভাবনকে একত্রিত করেছে। এটি শুধু কোনো কার্যকর ডিজাইন নয় বরং একইসঙ্গে জ্বলে ওঠা, কথা বলা ও পাশে থাকার জন্য তৈরি হয়েছে। বিশেষ করে, মার্মেইড ও লুমিনাসের উজ্জ্বল আলোর সাথেই এটি এসেছে। 

আধুনিক উদ্ভাবনের সাথে মার্মেইডকোরের সমন্বয়
মার্মেইডদের মিথোলজিকাল সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে রেনো১৪ সিরিজের অনন্য ডিজাইন তৈরি করা হয়েছে। যা একইসাথে স্বাধীনতা, সক্ষমতা ও রূপান্তরের প্রতীক। অপো’র ডিজাইনাররা এই চেতনাকেই এমন একটি ডিজাইনে নিয়ে এসেছেন, যেখানে আলো ও গতি যেন আপনি আপনার হাতে অনুভব করতে পারবেন। এটি কেবল কল্পনা নয়, এটি প্রযুক্তির আকারে সক্ষমতার পুনর্জন্ম! এটি এমন একটি স্মার্টফোন, যা স্বাতন্ত্র্য ও আত্মবিশ্বাসের প্রতিফলন। ঠিক এর অনবদ্য ফিনিশিংয়ের মতোই, যার লুমিনাস কোথাও হারিয়ে যায় না।

বাংলাদেশি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা
বাংলা গল্পবলার ঐতিহ্যে মার্মেইডরা অজানা, রহস্যময় ও মন্ত্রমুগ্ধকর প্রতীক হিসেবে চিত্রিত হয়। রেনো১৪ সিরিজ সেই ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানায়। ঐতিহ্যবাহী অনুপ্রেরণাকে আধুনিক ও মিনিমালিস্টিক ফিনিশিংয়ের সাথে মিশিয়ে এটিকে সবার জন্য উপযোগী করে তোলে, তৈরি করে কিংবদন্তী হওয়ার সুযোগ।
 
লুমিনাস, পার্টিতে আলো ছড়ান সবসময়
এই লাইনআপে একটি অনবদ্য সংযোজন; এটি কেবল কোনো রঙ নয়, এটি একটি অভিজ্ঞতা। এক্সক্লুসিভ লুমিনাস লুপ ডেকো ডিজাইন সহ এই ভার্সনটি জলতলের আলোর মতোই উজ্জ্বল, আপনার চলার সাথেই যা পরিবর্তিত হতে থাকবে। ছাদে আড্ডা, অফিস মিটিং বা রাতের জন্য একদম নিখুঁত ভাবে উপযুক্ত এই লুমিনাস, আপনাকে সবার থেকে অনন্য করে তুলবে। আপনার ব্যক্তিত্ব ও রুচির সাথে এক হয়ে মিশে যাবে এই ডিভাইস! যারা কেবল পার্টিতে উপস্থিত হওয়া নয় বরং তাতে মধ্যমনি হয়ে থাকতে চান, তাদের জন্যই নিয়ে আসা হয়েছে এই লুমিনাস। 

অনবদ্য মার্মেইড ডিজাইন
প্রথম নজরেই মনে হবে রেনো১৪ সিরিজ বেশ মোহনীয়। এর অনবদ্য প্যানেল আলো সাগরের ঢেউয়ের মতো প্রতিফলিত করে। এটি সবসময় পরিবর্তিত ও চমকপ্রদ। আপনি যেখানেই থাকুন না কেন, এটি একটি নান্দনিক অভিজ্ঞতা দিবে। এর মার্মেইড অথবা বৈদ্যুতিয় লুমিনাসের প্রতিটি রঙ যেন আপনার প্রতিদিনের ফ্যাশনের সাথে মিলেমিশে যাবে। 

ইন্ডাস্ট্রিতে এই প্রথম ইরিডিসেন্ট গ্লো প্রসেস
অপো’র অত্যাধুনিক ১২-স্তরের কোটিং ও ৫-স্তরের পলিশিং প্রযুক্তি এক্সক্লুসিভ গ্লোয়িং ব্যাক প্যানেল তৈরি করে, যা আলোতে সত্যিই জীবন্ত হয়ে ওঠে। এটি শুধুমাত্র রঙ নয়, এটি আপনার হাতে একটি আলোর পারফরম্যান্স। আর প্রাণবন্ত ও শক্তিশালী এই ধারণাকেই সামনে এগিয়ে রাখে লুমিনাস। 

মাইক্রোস্কোপিক ভাবে নিখুঁত 
২০ মাইক্রনের যথার্থ টেক্সচার; অর্থাৎ, রেনো১৪ সিরিজের প্রতিটি ইঞ্চি কেবল পরিপূর্ণতার জন্যই টিউন করা হয়েছে। সাগরের ওপর যেমন সূর্যালোক নাচে; ঠিক তেমনি বহুমাত্রিক এই ডিজাইন কেবল দেখতেই অনন্য নয়, একইসাথে আইকনিক!

দেখার চেয়েও বেশি কিছু
সৌন্দর্যের বাইরেও অপো রেনো১৪ সিরিজ কনটেন্ট ক্রিয়েটর, কমিউনিকেটর ও ড্রিমারদের জন্য নিয়ে আসা হয়েছে। এটি ছবি ধারণ করতে, এডিট করতে, কানেক্ট করতে ও ডিজাইনে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে সহায়ক। এই ডিজাইন কেবল স্টাইল নয়, এটি মাইন্ডসেট।

ওয়ার্ক মোড থেকে লাইফ মোড
রেনো১৪ সিরিজ আপনার সাথে মানিয়ে চলবে। দিনের মিটিং কিংবা রাতের স্মৃতিময় মুহূর্ত ধরা রাখা, আপনার আধুনিক ছন্দের সাথে তাল মিলিয়ে চলবে এই ডিভাইস। এটি আপনার সুন্দর, সাহসী ও প্রতিটি মুহূর্তের নিখুঁত সঙ্গী হতে প্রস্তুত।

লিজেন্ড হোন!
অপো রেনো১৪ সিরিজ কেবল একটি ডিভাইস নয়; এটি সংস্কৃতি, সৃষ্টিশীলতা ও আত্মবিশ্বাসের ক্যানভাস। মিথের মধ্যে থাকা ভিত্তি, সুনির্দিষ্ট ডিজাইন ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে নিয়ে আসা এই ফোনটি কেবল ট্রেন্ড ফলো করতেই আসেনি; বরং, একইসাথে ট্রেন্ড তৈরিও করবে। 

কারণ, লিজেন্ডরা কেবল কাহিনীতেই বাঁচে না, তারা এখন আলো ছড়াচ্ছে। লিজেন্ড হোন, আর নিজের আলো হোন; জ্বলে উঠুন মার্মেইড আর লুমিনাসের সাথে। খুব শীঘ্রই বাজারে আসছে অপো রেনো১৪ সিরিজ।

এমএ
সম্পর্কিত   বিষয়:  অপো রেনো১৪  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close