Thursday | 23 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 23 October 2025 | Epaper
BREAKING: কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামায়াতের, জানালেন প্রধান উপদেষ্টাকে      সেন্টমার্টিন ভ্রমণে মানতে হবে ১২ নির্দেশনা      কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি      আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা পালিয়েছে: আইনজীবী      বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, চেয়েছে নিরপেক্ষ ভূমিকা: আইন উপদেষ্টা      শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ      নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮      

দেশজুড়ে চলছে রিয়েলমি ১৫টি ফাইভজির ফার্স্ট সেল

Published : Wednesday, 22 October, 2025 at 2:23 PM  Count : 50

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিক ভাবে দেশজুড়ে রিয়েলমি ১৫টি ফাইভজির ফার্স্ট সেল শুরু করেছে। দেশের সকল রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অনুমোদিত রিসেলার আউটলেটে বুধবার থেকে ক্রেতারা নিজেদের পছন্দের মডেলটি সংগ্রহ করতে পারবেন।

যারা আগেই রিয়েলমি ১৫টি ফাইভজি প্রি-বুক করেছিলেন, তারা ২৩ অক্টোবরের মধ্যে এক্সক্লুসিভ প্রি-বুকিং গিফটসহ তাদের ফোনটি সংগ্রহ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ৫০০ টাকা ক্যাশব্যাকসহ টপপের মাধ্যমে কার্ড ছাড়াই ইএমআই সুবিধা গ্রহণের সুযোগ।

রিয়েলমির জনপ্রিয় এই ‘এআই পার্টি ফোন’ ১৫ সিরিজ লাইনআপে এবার সাশ্রয়ের মধ্যেই নিয়ে আসা হয়েছে ফ্ল্যাগশিপের মতো ফিচার। এখন শক্তিশালী পারফরম্যান্সসহ প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতা খুব সহজেই নিশ্চিত করা যাবে। এত রয়েছে ডাইমেনসিটি ৬৪০০ ম্যাক্স ফাইভজি চিপসেট সহ ৬.৭৭ ইঞ্চি ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ও রেয়ার ক্যামেরাসহ ট্রিপল এআই ক্যামেরা সেটআপ, যা নিরবচ্ছিন্ন পারফরম্যান্স, অনবদ্য ভিজ্যুয়াল ও অনন্য ফটোগ্রাফির মাধ্যমে ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশকে আরও সহজ করে তুলবে।

এছাড়া, ফোনটিতে ৬০ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা দীর্ঘসময় ধরে ব্যবহারকারীকে গেমিং, স্ট্রিমিং বা প্রোডাক্টিভ কাজ উপভোগ করার সুযোগ করে দেয়। এর স্লিক ডিজাইন, এআই সক্ষম ফিচার ও দিনব্যাপী পারফরম্যান্সের সমন্বয়ে ডিভাইসটি আসলেই নতুন প্রজন্মের জন্য পারফেক্ট ফোন হয়ে উঠেছে।

রিয়েলমি ১৫টি ফাইভজি (৮ জিবি/২৫৬ জিবি) পাওয়া যাচ্ছে এখন মাত্র ৩২ হাজার ৯৯৯ টাকায়। সাথে থাকছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। স্যুট টাইটানিয়াম ও ফ্লোয়িং সিলভার এ দুটি প্রাণবন্ত রঙে নিয়ে আসা এই ডিভাইসটি থেকে রিয়েলমির প্রিমিয়াম স্টাইল ও তারুণ্যের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ দেখা যায়।

যারা সাশ্রয়ী বাজেটে পরবর্তী প্রজন্মের পারফরম্যান্স ও ডিজাইনের অভিজ্ঞতা একসাথে পেতে চান তাদের জন্য রিয়েলমি ১৫টি ফাইভজি একদম যথার্থ হবে।

বহুল প্রতীক্ষিত নেক্সট-জেন এই স্মার্টফোনটি কিনতে এখনই আপনার নিকটস্থ রিয়েলমি স্টোর ঘুরে দেখুন।

এমএ
সম্পর্কিত   বিষয়:  রিয়েলমি ১৫টি ফাইভজি  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close