শিরোপা নিশ্চিত করতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের দরকার ছিল শুধু একটি ড্র। কিন্তু লাল-সবুজের মেয়েরা সেই সমীকরণকে জয় দিয়ে রাঙিয়ে নিয়েছে। নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ম্যাচের সবগুলো গোলই করেছেন দলের ১০ নম্বর জার্সিধারী মোসাম্মৎ সাগরিকা।
সকালে নতুন এক স্বপ্ন নিয়ে দিন শুরু করেছিল মেয়েরা—টুর্নামেন্টের ট্রফি ঘরে তোলার লক্ষ্যে। তবে কিংস অ্যারেনায় ম্যাচ শুরুর আগে সবার হৃদয়ে নেমে আসে শোকের ছায়া। উত্তরায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর পৌঁছে যায় খেলোয়াড়দের কাছেও। ম্যাচ শুরুর আগে এক মিনিটের নীরবতা পালনকালে তারা জেনে যায়—দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু।
এই শোকের আবহেই মাঠে নামেন সাগরিকারা। বিষণ্ণতা সত্ত্বেও দৃঢ় মনোবলে খেলতে নামেন তারা। ম্যাচের ৭ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন সাগরিকা। সতীর্থের নিখুঁত পাসে ডিফেন্স ভেঙে সামনে এগিয়ে গিয়ে নেপালের গোলরক্ষক সুজাতা তামাংকে কাটিয়ে বল জালে পাঠান এই ফরোয়ার্ড।
পরবর্তীতে আরও তিনটি গোল করে হ্যাটট্রিক পেরিয়ে চতুর্থ গোলের মাধ্যমে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাগরিকা। তার দুর্দান্ত নৈপুণ্যে শোকের দিনে আনন্দের রঙ ছড়ায় বাংলাদেশের মেয়েরা।
মনে পুষে রাখা ক্ষোভ থেকেই হয়তো সাগরিকা যেন ছিলেন অপ্রতিরোধ্য। এই নেপালের বিপক্ষে প্রথম সাক্ষাতে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন তিনি। তিন ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয় তাকে। শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমে ৫০ মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন।
সাগরিকার জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রন নেওয়া বাংলাদেশ ৫৮ মিনিটে ৩-০ গোলের লিড নেয়। সাগরিকা হ্যাটট্রিক পূর্ণ করেন। বাংলাদেশের সীমানা থেকে ভাসিয়ে পাঠানো বল দারুণ দক্ষতায় নিয়ন্ত্রন নেন তিনি। নেপাল গোলরক্ষক এগিয়ে আসলে বুদ্ধিদীপ্ত দক্ষতায় চিপ করে বল জালে পাঠান তিনি। টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাটট্রিক পাওয়া সাগরিকা ৭৬ মিনিটে দলের ও নিজের চতুর্থ গোল করেন।
মেয়েদের এবারের অনূর্ধ্ব-২০ সাফে অংশ নেয় চার দল বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। শেষ সময়ে ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। আসরটি তাই রাউন্ড রবিন গ্রুপে আয়োজন করা হয়। সেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হয়েছে। পয়েন্টের ভিত্তিতে ছয়টি করে ম্যাচের এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা সবকটি জিতে ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নেপাল ১২ ও ভুটান ৬ পয়েন্ট তুলেছে। ছয় ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা।
এসআর