বিএনপি ইমানদারদের দল, এই দলে কোনো বেঈমান নেই। তাই রাজনীতি করতে হলে বিএনপিতেই করতে হবে—মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী সোহেল।
বুধবার বিকেলে ঢাকার দোহার উপজেলার কালেমা চত্বরে উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুগ্ম মহাসচিব বলেন, অতীতের সকল অপপ্রচার ও নানামুখী ষড়যন্ত্র সত্ত্বেও বিএনপি এখনো গণমানুষের দল। এই দলে যেন কোনো অপশক্তি প্রবেশ করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার আবু আশফাক সম্পর্কে তিনি বলেন, আশফাক উড়ে এসে জুড়ে বসেনি। জেল, জুলুম, লড়াই ও সংগ্রামের মধ্য দিয়েই তার রাজনৈতিক আত্মপ্রকাশ হয়েছে। মনে রাখবেন, একটি আসনে উন্নয়নের জন্য অনেক লোক লাগে না—এই আসনের জন্য আশফাক একাই যথেষ্ট।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট দল। এই দলের নেতারা কিভাবে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে—তা আপনারা জানেন। এই ফ্যাসিস্ট দলের নেতাকর্মীদের বিএনপিতে সদস্যপদ দিলে যারা এ কাজ করবেন, তারাই বিএনপির সদস্যপদ হারাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের এবং সঞ্চালনায় ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস।
এতে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক খন্দকার মাহমুদ আর্শ্বিন, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা নুরুল ইসলাম বেপারী, উপজেলার বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীসহ ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব, দোহার উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম ওসমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
এআর/আরএন