| BREAKING: |

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোরে উপজেলার ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত আসকর আলী হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের বাসিন্দা এবং কানুরার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে আসকর আলীসহ কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে গেলে, বিএসএফের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আসকর আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহ বর্তমানে ভারতের ভেতরে প্রায় ২০০ গজ ভিতরে পড়ে আছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একইভাবে, ভারতীয় সীমান্তেও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
দিনাজপুরের ৪২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই তারা বিএসএফের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয় বিজিবি। নিহত যুবকের মরদেহ ফেরত আনার লক্ষ্যে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, তারা মরদেহ দ্রুত ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে।
আরএন