Sunday | 26 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 26 October 2025 | Epaper
BREAKING: নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে: রিজওয়ানা হাসান      দেশে মাথাপিছু আয় ২৮২০ ডলার, ঢাকায় ৫১৬৩ ডলার      ‘মিথ্যা মামলায় নিজামী, মীর কাসেম ও সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে’      ইলিশ শিকার: ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, সমুদ্রে যাচ্ছেন ৫০ হাজার জেলে      বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ: স্বরাষ্ট্র উপদেষ্টা      ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি      শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ড. ইউনূস      

ঠাকুরগাঁওয়ে ৩ প্রতিষ্ঠানের জিপিএ ৫ পেয়েছে ৫২৩ শিক্ষার্থী

Published : Thursday, 10 July, 2025 at 9:48 PM  Count : 212

এসএসসি ও সমমানের ফলাফলে ঠাকুরগাঁওয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫২৩জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছ। এছাড়াও প্রতিষ্ঠান তিনটির পাশের হারও সন্তোষজনক। 

জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, এসএসসি ও সমমানের ফলাফলে ঠাকুরগাঁওয়ের বৃহৎ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫২৩জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ২৬১ জন। এর মধ্যে পাশ করেছে ২৬০জন। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৩৬জন। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৯৯.৬২ শতাংশ। তবে এই বিদ্যালয় থেকে একজন মাত্র ফেল করেছে। 

এছাড়াও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ২৬৫জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ২৬৪ জন। তাদের মধ্যে থেকে জিপিএ ৫ পেয়েছে ২৩৪জন। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৯৯.৬২। তবে এই বিদ্যালয় থেকে একজন ফেল করেছে। 

তাছাড়াও জেলার আরেক স্বনামধন্য স্কুল কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১২৭ জন শিক্ষার্থী। এর মাঝে পাশ করেছে ১২৫জন। যাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৩জন। এই বিদ্যালয়ের পাশের হার ৯৮.৪৩ শতাংশ। এই বিদ্যালয় থেকে ফেল করেছে মোট ২জন শিক্ষার্থী। 

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেছেন, জেলা শহরের সরকারি বালক, বালিকা ও কালেক্টরেট পাবলিক হাই স্কুল এন্ড কলেজ এই তিনটি প্রতিষ্ঠানই স্বনামধন্য ও ভালো প্রতিষ্ঠান। তিনটি প্রতিষ্ঠানই ভালো ফলাফল করেছে। আমি প্রতিষ্ঠান প্রধানসহ সকলকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তবে এই ফলাফলই শেষ নয়, আগামীতে এই প্রতিষ্ঠান গুলোকে আরো ভালো ফলাফল করার জন্য আরো বেশি উৎসাহিত করাসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। 

এএ/এসআর

সম্পর্কিত   বিষয়:  ঠাকুরগাঁও  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close