কলম্বোয় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরু করেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হলো বাংলাদেশ। লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় ২৪৮ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে লড়াইয়ের মতো স্কোর গড়ে দলটি।
প্রথম ম্যাচের মতো আজও বাংলাদেশ ভালো সূচনা পায়। তবে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫০ রানের আগেই থেমে যায় ইনিংস। ইনিংসের শুরুতেই ফিরেছেন তানজিদ তামিম। ইনিংসের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর ডেলিভারিতে অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন উইকেটকিপারের কাছে। ১১ বল খেলে ৭ রান করেন তিনি।
তামিম আউট হওয়ার পর পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত দলের হাল ধরেন। তবে শান্ত ইনিংস বড় করতে পারেননি। চারিথ আসালঙ্কার বলে ১২তম ওভারে ক্যাচ দিয়ে ফিরেন তিনি, করেন ১৯ বলে ১৪ রান।
এদিন দায়িত্ব নিয়ে খেলেন ওপেনার ইমন। ৪৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৯ বলে ৬৭ রানে থামেন এই ডানহাতি ব্যাটার।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবার ব্যাট হাতে ব্যর্থই রইলেন। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরেছিলেন, দ্বিতীয় ম্যাচেও সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি। ১০ বলে করেন মাত্র ৯ রান।
ছয়ে প্রমোশন পেয়ে নামা শামীম হোসেন ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি। আসিথা ফার্নান্দোর শর্ট বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন। ফেরার আগে ২৩ বলে করেন ২২ রান।
এরপর তাওহিদ হৃদয় ও জাকের আলী মিলে ষষ্ঠ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন। জুটিতে আসে ৪৫ রান। তবে ২৪ রানে ফিরেন জাকের, আর এরপরই ব্যাটিং ধস নামে। ১৪ রানের ব্যবধানে ৪টি উইকেট হারায় বাংলাদেশ।
শেষদিকে তানজিম সাকিব কিছুটা লড়াই করেন। মুস্তাফিজকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে গড়েন ৩০ রানের জুটি। ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন তানজিম।
প্রথম ম্যাচে যেমন ব্যাটিং ধস থেকে ফিরে লড়াই করেছিল বাংলাদেশ, আজও প্রথমদিকে প্রতিশ্রুতি দেখালেও লোয়ার অর্ডারের ব্যর্থতায় আড়াইশ রানের আগেই থেমে যায় ইনিংস।
এসআর