নারী এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই ৭-০ গোলের বিশাল লিড নেয় পিটার বাটলারের শিষ্যরা।
ম্যাচের মাত্র ৩ মিনিটেই গোলের সূচনা করেন স্বপ্না রানী। এরপর ৬ ও ১৩ মিনিটে দুটি দৃষ্টিনন্দন গোল করে জোড়া গোলের স্বাদ নেন শামসুন্নাহার। বাংলাদেশের আক্রমণের ধার অব্যাহত থাকে, এবং মাত্র ৫ মিনিটের ব্যবধানে আরও তিনটি গোল পায় দলটি—১৬ মিনিটে মনিকা, ১৭ মিনিটে ঋতুপর্ণা এবং ২০ মিনিটে তহুরা খাতুন গোল করেন।
এরপর কিছু সময়ের জন্য একটু স্বস্তি পেলেও তুর্কমেনিস্তান প্রথমার্ধের শেষ মুহূর্তে আরেকবার হোঁচট খায়। ৪২ মিনিটে দ্বিতীয়বারের মতো গোল করে নিজের নামের পাশে জোড়া গোল লেখান ঋতুপর্ণা, ফলে প্রথমার্ধেই বাংলাদেশ এগিয়ে যায় ৭-০ ব্যবধানে।
এর আগের ম্যাচেও একই স্কোরলাইন তুলে নিয়েছিল বাংলাদেশ, যেখানে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল এবং সেদিন প্রথমার্ধে করেছিল ৫ গোল। আজকের ম্যাচে প্রথমার্ধেই সেই সংখ্যাকে ছাড়িয়ে যায় তারা।
তুর্কমেনিস্তানের জন্য এটি প্রথমবার নয়; প্রথম ম্যাচে তারা স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ৮ গোল হজম করেছিল।
বাংলাদেশ তাদের আগের ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল এশিয়ান কাপ টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে। যদিও আজকের ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার, তবে পুরো গুরুত্বসহকারেই মাঠে নামে দলটি। আগের দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামে বাংলাদেশের মেয়েরা।
এই পারফর্মেন্স প্রমাণ করে, গ্রুপে নিঃসন্দেহে আধিপত্য দেখিয়ে ফাইনাল রাউন্ডে পা রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
এসআর