| BREAKING: |

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে মা, মেয়ে ও ছেলেকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৫ জুলাই) দুপুরে র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, “মুরাদনগরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছয়জনকে র্যাব-১১ গ্রেফতার করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম ও পরিচয় প্রকাশ করেননি র্যাবের এই কর্মকর্তা।
এর আগে, শুক্রবার গভীর রাতে নিহত রোকসানা আক্তারের মেয়ে রিক্তা আক্তার ৬৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযানের অংশ হিসেবে কড়ইবাড়ি গ্রাম থেকে প্রথমে দু’জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে একটি মোবাইল ফোন চুরি ও মাদক ব্যবসার অভিযোগ তুলে এলাকাবাসী একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে। নিহতরা হলেন— খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (৩২)। ওই হামলায় আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫), যিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
আরএন