পটুয়াখালীর মির্জাগঞ্জের শ্রীমন্ত নদী থেকে কলাগাছের উপর ভাসমান অবস্থায় থাকা মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার হওয়া যুবকের নাম মোঃ আরমান (২০)।
রোববার (২৯ জুন) দুপুর দুইটার দিকে হযরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) ব্রীজের দক্ষিন দিকে শ্রীমন্ত নদী থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার যুবক আরমানকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মোঃ আরমান কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগঞ্জ গ্রামের মোজাফফর হোসেনের পুত্র। আরমান মির্জাগঞ্জের হযরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) মাজার জিয়ারত করতে এসেছিল বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাহিদ হাসানসহ একাধিক ব্যক্তি জানান, রোববার সকাল নয়টা থেকে ব্রীজ সংলগ্ন শ্রীমন্ত নদীতে এক যুবককে (আরমান) কলা গাছের উপর বসা অবস্থায় ভাসতে দেখেন স্থানীয় লোকজন। প্রথমে সবাই ভেবেছিল নদীতে জাল দিয়ে মাছ শিকার করছে। কিন্তু দীর্ঘ সময় একই স্থানে ভাসমান অবস্থায় থাকার কারণে তাদের সন্দেহ হয় এবং মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক এসে একটি মাছ ধরার নৌকা নিয়ে নদী থেকে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ৪-৫ ঘন্টা নদীতে ভেসে থাকা একেবারে অসম্ভব। মানসিক ভারসাম্যহীন না হলে এটা কোন ভাবে সম্ভব নয়।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ ইব্রাহিম জানান, স্থানীয় লোকজনের নিকট থেকে সংবাদ পেয়ে শ্রীমন্ত নদীর তীরে ঘটনাস্থলে গিয়ে একটি মাছ ধরা নৌকার সাহায্যে তাকে উদ্ধার করি। সে চার থেকে পাঁচ ঘন্টা নদীতে ভাসমান অবস্থায় ছিল। প্রথমে নাম ঠিকানা পরিচয় কিছুই বলতে পারেনি, শুধু মির্জাগঞ্জে হযরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) মাজার জিয়ারত করতে এসেছে বলে আরমান জানান। পরে তাকে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করেছি এবং তার নাম পরিচয় জানতে পেরেছি।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ শামসুল ইসলাম সোহেল জানান, ফায়ার সার্ভিসে কর্মীরা নদী থেকে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তার কথায় তাকে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিম হাওলাদার জানান, মানসিক ভারসাম্যহীন যুবকের পরিচয় পাওয়া গেছে। আরমানের পিতার সাথে আমাদের কথা হয়েছে, তাকে বাড়িতে পৌছনোর ব্যবস্থা করা হয়েছে।
কেবি/ এসআর