জামালপুরের সরিষাবাড়ীতে গণঅধিকার পরিষদের আয়োজনে বাঘমারা ক্রিকেট প্রিমিয়ার লীগ (সিজন ৩)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাঘমারা এলাকায় বিপুল পরিমাণ দর্শকের উপস্থিতি ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এ খেলা সম্পন্ন হয়।
খেলায় চ্যাম্পিয়ন হয় ‘আপন ক্রিকেট একাদশ’ এবং রানারআপ হয় গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখা।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মহর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, উপজেলা গণঅধিকার সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈম ইসলাম প্রমুখ।
বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অতিথিবৃন্দ ক্রীড়ার গুরুত্ব, তরুণ সমাজকে সুস্থ ধারায় উৎসাহিতকরণ এবং দলীয় ঐক্যের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
জেডজে/এমএ