কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন ভূমি অফিস গত ৪ মাস (২৪ ফেব্রুয়ারী থেকে) ধরে বন্ধ রয়েছে। খাজনা ও খারিজ করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
জানা যায়, দীর্ঘ দিন ধরে ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী ভূমি কর্মকর্তার পদ শূন্য রয়েছে। প্রায় ৪ মাস আগে সহকারী কর্মকর্তা বদলী নিয়ে অন্যত্র চলে যান। এর ফলে অফিসটিতে কোনো কর্মকর্তা ও কর্মচারী না থাকায় ৪ মাস ধরে অফিস বন্ধ রয়েছে।
চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের মাইদুল ইসলাম বলেন, 'আমরা জমি খারিজের জন্য প্রায় ৪ মাস ধরে ঘুরছি। কিন্তু তহশীলদার (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) না থাকায় জমি খারিজ করতে পারছিনা।'
চর-ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, 'তহশীলদার না থাকায় মানুষ প্রচুর হয়রানী হচ্ছে। এলাকাবাসী জমির খাজনা দিতে পারছেন না। জমির খারিজ করতে না পারায় জমিজমা বিক্রি বন্ধ রয়েছে।'
জানা গেছে, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে মঞ্জুরিকৃত পদের সংখ্যা ৫৬ জন। দীর্ঘ দিন ধরে সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক ও সার্ভেয়ারসহ ৩২টি গুরত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। উপজেলা ভূমি অফিসে দু'জন বহিরাগত নিয়োগ (চুক্তিভিত্তিক) দেয়া হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় মাসের পর মাস ঘুরেও এলাকাবাসী কাংক্ষিত সেবা পাচ্ছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, 'শূন্য পদে পদায়ন করার ক্ষমতা আমার নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'
এএইচ/এমএ