গোপালগঞ্জের মুকসুদপুরে নেশা ও জুয়া খেলায় বাধা দেওয়ায় স্ত্রী রুকসানা বেগমকে (৪০) মারধরের অভিযোগ উঠেছে স্বামী শাহ আলম শেখের (৫০) বিরুদ্ধে। মারাত্মক আহত ভুক্তভোগী নারীকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ জুন) রাতে মুকসুদপুর উপজেলার লখাইরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামীর নামে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত স্বামী শাহ আলম শেখ মুকসুদপুর উপজেলার লখাইরচর গ্রামের ইসমাইল শেখের ছেলে ও ক্রাউন সিমেন্ট কোম্পানির ট্রাক চালক।
ভুক্তভোগী রুকসানা বেগম বলেন, ২৫ বছর আগে শাহ আলম শেখের সাথে আমার বিয়ে হয়। আমাদের ঘরে দুইটি সন্তান রয়েছে। বিয়ের পরে থেকেই আমার উপর বিভিন্ন সময় মারধর করে অত্যাচার চালিয়ে আসছিল। সে প্রতিনিয়ত জুয়ার আসরে বসে এবং নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে।
গতকাল শনিবার (১৪ জুন) রাতে আমার কাছে জুয়া খেলা ও নেশা করার টাকা চাইলে আমি দিতে অস্বীকার করায় মারধর শুরু করে। এসময় আমার ছেলে সিয়াম আহম্মেদ (১২) ও মেয়ে খাদিজা আক্তার সুচনা (২২) বাঁধা দিলে তাদেরকেও মারধর করে।
তিনি আরো বলেন, এ ঘটনায় আমাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমার স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
তবে এ ব্যাপারে অভিযুক্ত স্বামী শাহ আলম শেখের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
মুকনুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল বলেন, এখন পর্যন্ত থানায় কোন আভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএইচএম/এসআর