দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের টিকেট কালোবাজারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার রাত ৮টার পর সেনাবাহিনী ও পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের একটি চৌকস দল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন রাত ১০টার দিকে ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত হাকিমুল ইসলাম বাবু (৩৬) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ স্টেশনের শহীদ জিয়া রেল পার্কে ফ্লেক্সিলোড ব্যবসার আড়ালে কালোবাজারী করে আসছিলেন বাবু। আটকের পর তার ব্যবহৃত মুঠোফোনে কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে রাখা একাধিক টিকেটের অনলাইন কপিসহ হাতেনাতে আটক করে যৌথবাহিনী।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন রাত ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন। পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টার, প্লাটফর্ম পরিদর্শন ছাড়াও ঢাকাগামী বিভিন্ন ট্রেন যাত্রীদের সাথে কথা বলেন আভিযানিক দলের সদস্যরা।
পার্বতীপুর রেল থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এএম/এমএ