আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকার দোহার উপজেলার কামারপট্টিগুলোতে চলছে কামারদের ব্যস্ত সময়। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত থাকে কামারপট্টি।
একদিকে হাপরের আগুনের শিখা, অন্যদিকে হাতুড়ির টুংটাং শব্দে তৈরি হচ্ছে নতুন ছুরি, বটি ও চাপাতি। কেউ তৈরি করছেন একেবারে নতুন সরঞ্জাম, আবার কেউ বা পুরোনো ছুরি-বটি ধার করিয়ে নিচ্ছেন নতুনের মতো করে। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে দেখা গেছে ‘পাগলা চাপাতি’, যা কামারপট্টিতে এলেই নজর কাড়ছে।
জয়পাড়া কামারপট্টির ব্যবসায়ী নন্দ কর্মকার জানান, গতবারের তুলনায় এই সময়ে কাজের চাপ কিছুটা কম হলেও ঈদের দুই দিন আগে ব্যস্ততা অনেক বেড়ে যায়। তিনি ছুরি ২০০ থেকে ৬০০ টাকা, চাপাতি ৪০০ থেকে ৮০০ টাকা, বটি ৩০০ থেকে ১০০০ টাকা ও পাগলা চাপাতি ৫০০ টাকা দরে বিক্রি করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কাঁঠালীঘাটা, রাইপাড়া, সুতারপাড়া, বিলাসপুর, নারিশা, মুকসুদপুর, পালামগঞ্জ, দোহার, লটাখোলা, কার্তিকপুর ও মাহমুদপুর এলাকার বাসিন্দারা দা, বটি, ছুরি ও চাপাতি তৈরির জন্য আসছেন জয়পাড়া কামারপট্টিতে।
লক্ষ্মিপ্রসাদ সড়কপাড়ের বাসিন্দা ক্রেতা মীর হোসেন বলেন, "চাপাতি ধার করাতে এসেছি। এখন ডিজিটাল পদ্ধতিতে মেশিনের সাহায্যে খুব দ্রুত ছুরি-বটি ধার করে দিচ্ছেন কামাররা। আগের তুলনায় এখন অনেক কম সময় লাগে, তাই অপেক্ষাও করতে হয় না।"
এআর/আরএন