অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের টানা হামলায় একদিনে অন্তত ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় আড়াইশো মানুষ। এ নিয়ে গাজায় চলমান সংঘর্ষে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৩ হাজার ৮০০ জনে।
শুক্রবার (২৩ মে) আল জাজিরা ও বার্তাসংস্থা আনাদোলুর পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজার স্থানীয় চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত ৮৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলেও উল্লেখ করা হয়।
অন্যদিকে আনাদোলু জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করেছে, তাতে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৭৬২ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০৭টি মরদেহ হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও ২৪৭ জন। ফলে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ১৯৭ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, “অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপ ও রাস্তার ধারে পড়ে রয়েছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।”
চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত তারা ৩ হাজার ৬১৩ জনকে হত্যা করেছে এবং ১০ হাজারের বেশি মানুষকে আহত করেছে। এতে করে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে পড়ে।
এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়াও, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) একটি মামলা চলমান রয়েছে।
আরএন