পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলের রান্নাঘরের দীর্ঘদিনের কর্মচারী মোঃ মোয়াজ্জেম হোসেনের পিআরএল (অবসর পূর্ব ছুটি) উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
১৯৮৪ সালে বিশ্ববিদ্যালয়ে যোগদানকারী মোয়াজ্জেম হোসেনের বিদায় উপলক্ষে ২২ মে সকালে উপাচার্যের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “মোয়াজ্জেম হোসেন নিছক একজন রান্নাঘরের কর্মচারী ছিলেন না, তিনি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের এক গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য সদস্য। তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ ও বিনয়ী আচরণ সবার জন্য অনুকরণীয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এস. এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
কর্মচারীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মোঃ মাহবুবুর রহমান, মোঃ মোশাররফ হোসেন, মোঃ মেসবাহ উদ্দিন এবং মোঃ মাসুম বিল্লাহ। তারা বলেন, “মোয়াজ্জেম ভাই ছিলেন আমাদের নির্ভরতার প্রতীক। কোনো দায়িত্ব পালনে তিনি কখনো না করেননি। তাঁর অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মোয়াজ্জেম হোসেন বলেন, “আমি শুধুই আমার দায়িত্ব পালন করেছি। এই বিশ্ববিদ্যালয় ছিল আমার পরিবার। সবার কাছে দোয়া প্রার্থনা করি—আল্লাহ যেন সবাইকে সুস্থ ও ভালো রাখেন।”
অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেনকে সম্মাননা স্মারক, জায়নামাজ, তসবিহ ও টুপি উপহার দেওয়া হয়। বিদায়ের মুহূর্তে উপস্থিত সবাই এক হৃদয়ভরা আবেগের অংশীদার হন।
এমপি/আরএন