আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও দলটিকে নিষিদ্ধ করার দাবিসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১০ মে) সকাল ১০টার পর থেকেই শাহবাগ মোড়ে ছাত্র-জনতাকে অবস্থান করতে দেখা যায়। এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে শুক্রবার বিকেল থেকে।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তবে শুক্রবারের তুলনায় আজকের জমায়েত কিছুটা কম। শাহবাগ মোড়ের চারদিকের সড়ক বন্ধ করে মাঝখানে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।
এই সময় তাদের ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নেই’, ‘বিচার কর করতেই হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
এর আগে বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা ও হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। পরে সেখানে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ দলের শীর্ষ নেতারা।
এ ছাড়া জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও রাতেই যমুনার সামনে উপস্থিত হন। পরদিন শুক্রবার দুপুরে যমুনা সংলগ্ন এলাকায় মঞ্চ বানিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
আরএন