কুমিল্লা জেলার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়। নিহতরা বড়হরিপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পয়ালগাছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বিপ্লব।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা মেঘ থাকার সময় শিশুরা মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত কিশোররা হলেন—পয়ালগাছা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, বরুড়ার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে এবং একজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ স্বজনরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন।
অন্যদিকে, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতরা হলেন—কোরবানপুর গ্রামের মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬৪) এবং আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসীম উদ্দিন ভুঁইয়ার ছেলে জুয়েল ভুঁইয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখিল দেবনাথ ও জুয়েল ভুঁইয়া ধান কাটার সময় বজ্রপাতে আক্রান্ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেখতে পান তারা ঘটনাস্থলেই মারা গেছেন। বর্তমানে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে রয়েছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মুঠোফোনে তারা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
আরএন