কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরীহ বাংলাদেশিদের হত্যা বন্ধ এবং বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৫ এর সাব-পিলার ৩-এস এর পাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, পতাকা বৈঠকে বিজিবির আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। অপরদিকে, বিএসএফের পক্ষে অংশ নেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রাজ কুমার, ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী ললিত কুমার এবং ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী উদয় প্রতাপ সিং।
বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, "ঘণ্টাব্যাপী এ বৈঠকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি যেন সীমান্তে আর কোনো নিরীহ বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার না হয়। বিষয়টি আমরা বিএসএফের তিন ব্যাটালিয়নের অধিনায়ককে পরিষ্কারভাবে জানিয়েছি।"
তিনি আরও জানান, সীমান্তে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি ও বিএসএফ যৌথ টহল পরিচালনা করবে। পাশাপাশি সীমান্তে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসি/আরএন