নাটোরের সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষে স্থানীয় বিএনপি ও আওয়ামীলীগ নেতাসহ সাতজন আহত হয়েছেন। শনিবার রাত ৯টায় উপজেলার ইন্দ্রাসুন গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ইটালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নবীর উদ্দিন মোল্লা (৫০) এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা হলেন স্থানীয় ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ (২৯), যুবদল কর্মী মোতালেব হোসেন (২৭), ইটালী ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মানিক-উদ-জামান হিটলার (৪৮), আ’লীগ কর্মী বাচ্চু মোল্লা (৩৫), বাদশা মোল্লা (৩০) এবং বেলাল মোল্লা (৫৫)। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হলেও সবাই পরে রামেক হাসপাতালে রেফার্ড নেন বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারাবির নামাজ শেষে ইন্দ্রাসুন বাজারে ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মানিক-উদ-জামানের ছেলে বাদশা মোল্লার সঙ্গে যুবদল কর্মী মোতালেব হোসেনের গ্রাম্য রাজনীতি নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। পরে শ্রমিক লীগ নেতা মানিক-উদ-জামান (হিটলার) এর নেতৃত্বে লোহার রড দিয়ে হামলা চালানো হয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া বলেন, বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে নবীর উদ্দিন মোল্লা নামের একজন গুরুতর আহত রয়েছেন। তাকে রাজশাহী নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিংড়া থানার ওসি আসমাউল হক ফোন রিসিভ করেননি। আর পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলামের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ফোন কেটে দেন।
এসআই/আরএন