নানা জল্পনা-কল্পনার পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোডম্যাপ অনুযায়ী, আগামী জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রণীত রোডম্যাপ অনুযায়ী, ২৮ মার্চ রাত ১২টা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত দিতে পারবেন। ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করে প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল। এ ছাড়া ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি জানানো যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোয়নপত্র বিতরণ ১৫ মে থেকে শুরু হয়ে দাখিলের শেষ সময় ১৯ মে পর্যন্ত। ২০ মে মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই করা হবে। প্রার্থীদের প্রাথমিক তালিকা ২২ মে প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে। এরপর ২৭ মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের ভোটগ্রহণ হবে জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে।
জনসংযোগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। এছাড়া নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশন বা কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি রাতে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, এ পদে আসার পরই একটি ঘোষণা দিয়েছিলাম যে, আমরা রাকসু নির্বাচন আয়োজন করতে চাই। সে লক্ষ্যেই বেশকিছু প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আমরা আশা রাখছি, ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাকসু নির্বাচনের রোডম্যাপ, তফসিলসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করতে পারব।
জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পরপরই রাবি উপাচার্য ছয় মাসের মধ্যে রাকসু নির্বাচনের ঘোষণা দেন। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং সামাজিক সংগঠনগুলোর সাথে রাকসু নির্বাচন প্রসঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এফএ/আরএন