কক্সবাজারের টেকনাফে দুটি পৃথক অভিযানে নারী-পুরুষসহ ১৪ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নোয়াখালীপাড়া ও লম্বরী এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাচারচক্রের সক্রিয় সদস্য আবু তাহের ও তার স্ত্রী দিলদার বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে রাত দেড়টার দিকে দক্ষিণ লম্বরী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে সমুদ্রপথে পাচারের অপেক্ষায় থাকা ৬ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং প্রধান পাচারকারী মোহাম্মদ শফিকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফের নোয়াখালীপাড়া ও দক্ষিণ লম্বরী এলাকায় অবস্থান নিয়ে বাংলাদেশি নাগরিকদের বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের সঙ্গে জড়িত ছিল। পাচারকারীরা এই মানুষগুলোকে পাহাড়ি এলাকায় গোপনে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল।
আটক মানবপাচারকারীরা হলেন: মো. আবু তাহের (৬৯), দিলদার বেগম (৩৮), মোহাম্মদ শফি (৩২)।
উদ্ধারকৃত ১৪ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটক তিন পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
এসইউ/আরএন