খুলনা মহানগরীর শান্তিধাম মোড়ে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি এবং জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিরাজু ইসলাম হামলার শিকার হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় যুবশক্তি খুলনা জেলা কমিটি।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, পূর্বপরিকল্পিত এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি গণতান্ত্রিক অধিকার ও জননিরাপত্তার ওপর আঘাত। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা স্থানীয় সন্ত্রাসী চক্রের সদস্য এবং তারা পূর্বে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। বিচারহীনতার সুযোগ নিয়ে তারা বারবার অপরাধ সংঘটিত করছে বলেও অভিযোগ করা হয়।
জাতীয় যুবশক্তি খুলনা জেলা কমিটির আহ্বায়ক শেখ মাহমুদুল হাসান মাহমুদ এক বিবৃতিতে বলেন, “এই হামলা শুধু আমাদের সংগঠনের ওপর নয়, খুলনার শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত।”
তিনি আরও বলেন, “প্রশাসনের উচিত দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ নাশকতা বা রাজনৈতিক সহিংসতার সাহস না পায়।”
এসএস/আরএন