ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের (সোনবর্ষীপাড়া সংলগ্ন) মাছিমপুরে কোহিনুর আক্তার (২০)  নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার শামসু মিয়ার মেয়ে।
রবিবার (২৬ অক্টোবর) সকালে স্থানীয়রা মসজিদের অদূরে নির্জন একটি ঝোপের মধ্যে থাকা লিচু গাছে রশি দিয়ে ঝুলানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রথমে কেউ তার পরিচয় সনাক্ত করতে পারেনি। পরে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরে পরিচয় সনাক্ত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কোহিনুর শনিবার বিদেশে যাওয়ার উদ্দেশ্যে ফিঙ্গার দিতে কুমিল্লায় যাওয়ার কথা বলে সিএনজি অটোরিক্সা যোগে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে ঝোপের ভেতর লিচু গাছে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে তাকে শ্লীলতাহানি করে হত্যা করা হয়েছে। মরদেহের হাঁটু মাটিতে স্পর্শ করছিল এবং শরীরের নিম্নাংশে রক্তাক্ত কোনো কাপড় পাওয়া যায়নি। পাশে তার আইডি কার্ড, মানিব্যাগ, নেকাব ও অন্যান্য পোশাক পাওয়া গেছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এসআর/আরএন