খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচন আগামী ৩০ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর এবার সরাসরি ভোট গ্রহণের মধ্যদিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠিত হবে। বর্তমানে আহবায়ক কমিটি সমিতি পরিচালিত হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন।
জানা গেছে, এবার আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে কোন প্যানেল দেওয়া হচ্ছে না। জাতীয়তাবাদী আইনজীবীদের পক্ষ থেকে একটি, জামায়াত সমর্থিত একটি এবং স্বতন্ত্র প্যানেল দেওয়া হতে পারে। বিএনপি নেত্রী আ্যাডভোকেট আক্তার জাহান রুকুর নেতৃত্বে একটি স্বতন্ত্র প্যানেল ভোট চাইছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানায়, গত মঙ্গলবার (২১ অক্টোবর) খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. সেখ আব্দুল আজিজ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিলে উল্লেখ করা হয়েছে, আপত্তি ও নিস্পত্তি শেষে ২৮ অক্টোবর দুপুর ১২ টার দিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৩০ অক্টোবর সকাল সোয়া ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করবেন। মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন আগামী ৫ নভেম্বর দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। ৬ নভেম্বর প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। ৯ নভেম্বর দুপুর ২ টায় মনোনয়ন পত্র বাছাই করা হবে। ১২ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহরের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ৩০ নভেম্বর সকাল ৮ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন চলবে।
খোজঁ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত কোন দলই প্রার্থীতা ঘোষণা করেনি। তবে এ ব্যাপারে খুলনা জেলা সিনিয়র আইনজীবী এড. মোমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে খুলনা জেলা আইজীবী সমিতির কার্যালয়ে বিএনপি’র পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। নির্বাচন করতে ইচ্ছুক এমন কয়েকজন আইনজীবীর নাম বাছাই কমিটির কাছে দেওয়ার কথা বলা হয়েছে। পরবর্তীতে ওই বাছাই সিদ্ধান্ত দিবেন কারা নির্বচন করবেন।
তিনি আরও জানান, জামায়াত ইসলামীর পক্ষ থেকে এখন কোন প্যানেল ঘোষণা করা হয়নি। পরে জানাবে তারা। তবে তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. আক্তার জাহান রুকুর নেতৃত্বে একটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা দিয়ে প্রার্থীদের কাছে ভোট চাইছেন। এই প্যানেলের সভাপতি আক্তার জাহান রুকু এবং সাধারণ সম্পাদক এড. নিহিত কান্তি ঘোসসহ ১৪ জনের নাম প্রকাশ করেছেন।
তিনি বলেন, খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ এবার মাঠে নেই। তবে তারা স্বতন্ত্র প্রার্থী নাম ঘোষণা করবেন বলে এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
তবে একটি সূত্রে জানা গেছে, গত বছরের নির্বাচনে আ’লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করেছিল। কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় এখন তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে।
জানতে চাইলে খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. সেখ আব্দুল আজিজ বলেন, সুষ্ঠু নির্বাচন করতে আমরা সব ধরণের প্রস্তুতি এগিয়ে নিয়েছি। আশাকরি একটি ভালো নির্বাচন দিতে পারবো।
এসএমএস/এসআর