ফেনীতে বিজিবি ফুলগাজী ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একাধিক তল্লাশি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করেছে। জব্দকৃত চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার টাকা।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ফেনীর জায়লস্করস্থ ৪ বিজিবির হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন এসব তথ্য জানান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একাধিক তল্লাশি অভিযান পরিচালনা করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় সম্পদ সুরক্ষায় সংস্থাটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। ফেনী ব্যাটালিয়নের আওতাধীন ১০২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ১৭টি বিওপি থেকে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এটি/আরএন