লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় শামসুন্নাহার (২৮) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার মেয়ে আয়েশা সিদ্দিকা (৪) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কবরস্থান নামক এলাকায় বুড়িমারী–লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় দেওদা পাড়া কদমতলী বাজার এলাকার বকুল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন্নাহার তার মেয়েকে নিয়ে অটোরিকশায় করে পাশ্ববর্তী হাতীবান্ধা উপজেলার বড়খাতা বড় মসজিদ (ভাঙা মসজিদ) যাচ্ছিলেন। পথে কবরস্থান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শামসুন্নাহার নিহত হন এবং তার মেয়ে গুরুতর আহত হয়।
আহত আয়েশা সিদ্দিকাকে গুরুতর অবস্থায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, শিশুটির একটি হাত ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হাইওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।”
এমএইচ/আরএন