চট্টগ্রামের হাটহাজারী স্কুল সহপাঠির মধ্যে মারামারিতে মো.তানবির (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার আলীপুর এলাকার ধোপার দিঘীর পাড়স্থ পুরাতন পৌরসভা কার্যালয়ের সামনের এ ঘটনা ঘটে।
নিহত তানবির পৌরসভার ১নং ওয়ার্ডের মুন্সিপাড়ার সুলতান আহম্মদ বাড়ির প্রবাসী আবদুল বারেকের পুত্র। হাটহাজারী পৌরসভার আলিপুর রাহমানিয়া স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
জানা গেছে, ঘটনারদিন টিফিন ছুটির সময় দুপুর দেড়টার দিকে উল্লেখিত স্থানে ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্র তানবির সহপাঠীদের হামলায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বেশ কযেকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বহিরাগত কয়েকজন কিশোর স্কুলের ছাত্রদের ওপর হামলা চালালে ওই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী তানবির গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আশেপাশে লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তবে আলীপুর রাহমানিয়া স্কুল এন্ড কলেজ প্রধান মো.সাইফুর রহমান বাবর মঙ্গলবার সন্ধ্যার দিকে জানান, ছেলেটির হার্ট দূর্বল ছিলো। সহপাঠীরা দুষ্টামি করতে গিয়ে এ ঘটনা ঘটেছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.মনজুর কাদের ভুঁইয়া জানান, আমি বর্তমানে ঘটনাস্থলে আছি, বিষয়টি তদন্ত করে দেখছি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
ইউএন/এসআর