দিনাজপুর জোনাল ও বিরামপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে ঘুষ দুর্নীতি ও খাস জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড করে দেয়ার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিনাজপুর জেলা দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশার এবং সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
বিরামপুরে সহকারী পরিচালক খায়রুল বাশার জানায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জমির মাঠ পর্চা প্রদান, সরকারি খাস জমি ব্যক্তি মালিকানায় দেওয়া দালালদের উপদ্রবসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে বিরামপুর সেটেলমেন্ট অফিসের বিরুদ্ধে।
তিনি বলেন,আমরা দালালদের সরাসরি অফিসে কাজ করতে দেখেছি, বিভিন্ন বিষয়ে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। আরও কিছু তথ্য-প্রমাণ সংগ্রহ করছি। প্রমাণ পেলে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দালালের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হবে, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন বলেন, আমরা দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়েছি। কিছু বিষয়ের প্রমানাদি পেয়েছি। অনেকের একাউন্টে লেনদেনের অসঙ্গতি রয়েছে। আমরা সেগুলো তথ্য প্রমাণ সংগ্রহ করে কেন্দ্রে রিপোর্ট পাঠাব। পরবর্তীতে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এএইচএম/এসআর