লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাট বলে আলোচিত আসামি রাকিবকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে রায়পুর পৌরসভার ৬নং ওয়ার্ডের জিনের মসজিদ এলাকার মৌলভী সাহেবের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাকিবের বিরুদ্ধে মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে ১৩টি মাদক মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি মামলাগুলো মারামারি সংক্রান্ত। দীর্ঘদিন ধরে রাকিব এলাকায় মাদক কারবারে জড়িত ছিল বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় সূত্র আরও জানায়, রাকিবকে ধরতে যৌথ বাহিনী একাধিকবার অভিযান চালালেও ব্যর্থ হয়। অবশেষে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে রায়পুর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
রায়পুর থানার এএসআই সজীব বলেন, “রাকিবের বিরুদ্ধে মোট ১৮টি মামলা রয়েছে, যার মধ্যে ১৩টি মাদক মামলা। একটি মাদক মামলায় দুই বছরের সাজা রয়েছে। সেই মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, রাকিব দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাদক লেনদেন করত বলে জানা গেছে।
গ্রেফতারের পর রায়পুর এলাকায় স্বস্তির বাতাস বইছে বলে স্থানীয়দের দাবি। পুলিশ জানিয়েছে, রাকিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
ওআরএম/এসআর