হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাতে বাহুবল মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত নারীর নাম নাজমা বেগম (৪২)। তিনি লামাতাশি ইউনিয়নের কাজিহাটা গ্রামের মালদ্বীপপ্রবাসী জসিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জসিম উদ্দিনের পরিবারের সঙ্গে তার ছোট ভাই তোরাব আলীর পারিবারিক বিরোধ চলছিল। এ বিষয়ে বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। জিডির প্রেক্ষিতে গত সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উভয় পক্ষকে থানায় ডাকা হয়। শুনানি স্থগিত রেখে আগামী ২৬ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়, যাতে জসিম উদ্দিনের প্রথম স্ত্রী ছিতারা আক্তার ও দেবর তোরাব আলীর মধ্যকার বিরোধ নিষ্পত্তি করা যায়।
ওইদিন রাত ৯টার দিকে এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের (লোডশেডিং) সময় জসিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী নাজমা বেগম নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে বাড়ির পাশের বাঁশঝাড়ে তার মরদেহ পাওয়া যায়। তার গলায় ওড়না প্যাঁচানো এবং মুখে কসটেপ লাগানো ছিল। মরদেহটি অর্ধ-ঝুলন্ত অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো কোনো মামলা দায়ের হয়নি। ময়নাতদন্ত ও তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/আরএন