বাগেরহাটের মোরেলগঞ্জে ফাসিয়াতলা জামাল উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী ২ দিন ধরে নিখোঁজ রয়েছে।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির মধ্যে তারা নিখোঁজ হন বলে জানা যায়। মাদ্রাসা সুপার মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ ছাত্ররা হলেন— উপজেলার ফাঁসিয়াতলা গ্রামের মামুদ হোসেনের ছেলে নাসিম মাহমুদ সিয়াম (১৫) ও একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে মো. রিফাত (১৬)। দু‘জনই একই গ্রামের বাসিন্দা ও সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা জামাল উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র এবং ইতোমধ্যে কোরআনের ১৭-১৮ পারা মুখস্থ করেছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী বৃষ্টির সময় বাইরে বেরিয়ে তারা নিখোঁজ হয়। এরপর থেকে পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকায় বিভিন্ন স্থানে খোঁজ করছেন, কিন্তু এখনও তাদের কোন সন্ধান মেলেনি।
মাদ্রাসা সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, দু’জনই ভালো ছাত্র ছিল। ঘটনার পর থেকে আমরা ও এলাকাবাসীর সহায়তায় খোঁজ চালাচ্ছি।
থানা পুলিশকে অবহিত করার ব্যাপারে জানতে চাইলে সুপার জানান, আজ সন্ধ্যায় পরিচালনা পরিষদের সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জামাল উদ্দিন হাফেজিয়া মাদ্রাসায় প্রায় ৮০ জন আবাসিক ও অনাবাসিক ছাত্র পড়াশোনা করছে।
মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান জানান, মাদ্রাসা ছাত্র নিখোঁজের ব্যাপারে থানা পুলিশকে এখনও কেউ অবহিত করেনি।
একে/ এসআর