শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিশু পিয়াম (২) এবং র্যাবের মিনিবাসচালক এএসআই আবদুল আলীম (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিঁড়ি পরিবহনের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিল। আর র্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। উভয় গাড়ি ফতুল্লা নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২৩ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, র্যাব সদস্য আবদুল আলীমকে বরিশাল সিএমএইচে নেওয়া হলে সেখানে তিনিও মারা যান।
এদিকে, র্যাব পরিবারের আফরোজা (৩৫) নামের এক নারীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া, সড়কে যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনাকবলিত যান দুটি সরানোর কাজ চলছে।
এমপি/আরএন