পিআর সহ পাঁচ দফা দাবীতে নারায়ণগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মহানগর শহরের সিনামন রেস্টুরেন্টে জামায়াতে ইসলমীর উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জামায়াতের পাঁচ দফা দাবীর মধ্যে রয়েছে- জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধকরণ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।
এসময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনের মাধ্যমে যেন কোনো দল আবার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, ফ্যাসিজম কায়েম করতে না পারে সেজন্য জামায়াতে ইসলামী আধুনিক বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত ও পরিক্ষিত পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়ে আসছে।
তারা আরও বলেন, সুষ্ঠু নির্বাচন ও জনমতের প্রতিফলন যেন ঘটে এজন্য নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবীতে সোচ্চার রয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই ছাত্র জনতার প্রাণের দাবী জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবীতে জামায়াত সমমনা দলগুলোকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন, জেলা আমীর মুমিনুল হক সরকার, মহানগর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী মো. জামাল হোসাইন ও প্রচার বিভাগের সেক্রেটারী হাফেজ আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসএস/এসআর