Sunday | 12 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 12 October 2025 | Epaper
BREAKING: ট্রাইব্যুনালের ১৫ অভিযুক্ত সেনা কর্মকর্তা সেনা হেফাজতে      জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ২ দিন পেছালো      জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মী সমাবেশে উত্তেজনা, ছত্রভঙ্গ করলো পুলিশ       এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা      দু’একজন উপদেষ্টা ও প্রশাসন একটি দলকে ক্ষমতায় নেওয়ার ষড়যন্ত্র করছে: পরওয়ার      এবারের নির্বাচনে আইনের শাসন কাকে বলে দেখাতে চাই: সিইসি      ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে আর্জেন্টিনার দুর্দান্ত জয়      

দীঘিনালায় শালবন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

Published : Thursday, 9 October, 2025 at 5:40 PM  Count : 104

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী শালবন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দানোত্তম কঠিন চীবর দান উৎসব।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বোয়ালখালী শালবন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে আগত হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী পূণ্যার্থী এ মহতী ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন।

পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণের পর সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধমূর্তি দান, চীবর দান, কল্পতরু দানসহ নানাবিধ দান কার্য সম্পাদন করেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাথেরো।
প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজান খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ভদন্ত উপঞ্চ চাকমা মহাথেরো।

এছাড়াও ধর্মদেশক হিসেবে দেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কামাকুছড়া ধাম্মাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত লোকামিত্র মহাথেরো, জ্ঞাননন্দ মহাথেরো, লোকমিত্র থেরো এবং তথ্য ও প্রকাশনা সম্পাদক করুণা বংশ থেরো।

প্রসঙ্গত, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় তাঁর প্রধান নারী উপাসিকা বিশাখা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং, বয়ন ও সেলাই করে চীবর (বিশেষ পরিধেয় বস্র) তৈরি করে দান করেন। এই ঐতিহ্যের অনুসরণেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতি বছর এই দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন করে থাকেন।

এসআর/আরএন

সম্পর্কিত   বিষয়:  খাগড়াছড়ি   দীঘিনালা  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close