কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিবেশের বিপর্যকারী ৭৬ বস্তা ভেজাল জৈব সার ধ্বংস করেছে উপজেলা কৃষি বিভাগ।
বৃহস্পতিবার (৯অক্টোবর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংক সংলগ্ন সার ডিলার শাহিন আলমের মালিকানাধিন আল আদিয়াত ট্রেডার্সের গোডাউনে জব্দকৃত ৭৬ বস্তা জৈব সার ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশিকুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদ সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
জানা যায়, গত ৩০ আগস্ট এক কৃষকের অভিযোগের প্রেক্ষিতে সার ডিলার শাহিন আলমের মালিকানাধিন আল আদিয়াত ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেই গোডাউন থেকে ৮৫ বস্তা ভেজাল টিএসপি ও ৭৬ ভেজাল জৈব সার জব্দ করা হয়। সে সময় ওই ব্যবসায়িকে ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়। পরে জব্দকৃত সার পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে সারগুলো ভেজাল প্রমানিত হয়। এসকল ভেজাল সার যাতে কৃষকের কাছে বিক্রি করতে না পারে এজন্য এগুলো ধ্বংস করা হয়।
এর আগে ভেজাল প্রমাণিত হওয়ায় ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার ধ্বংস করা হয়েছিলো।
এএইচ/এসআর