BREAKING: |
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পর্নোগ্রাফির ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগে রাতুল তালুকদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার মুরাপাড়া সরকারি কলেজের মাঠ থেকে প্রতারণার সময় তাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে প্রতারক রাতুল তালুকদারকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, শামসুল হক খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় রাতুল তালুকদারের। পরে প্রতারক কৌশলে ওই শিক্ষার্থীর মোবাইল হ্যাক করে। এরপর থেকে শিক্ষার্থীকে বিভিন্নভাবে তার ছবি ব্যবহার করে অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে হুমকি দেয়। সম্মান রক্ষার্থে ওই শিক্ষার্থী তার পরিবারকে না জানিয়ে তার মায়ের স্বর্ণালংকার প্রতারকের হাতে তুলে দেয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা শিক্ষার্থী থেকে বিস্তারিত জানার চেষ্টা করলে সত্যতা জানতে পারে।
পরে স্থানীয়রা রাতুল তালুকদারকে আটক করে থানায় সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতুল তার অপরাধ স্বীকার করে এবং জানায়, তাদের একটি সংঘবদ্ধ প্রতারক চক্র রয়েছে। রাতুলের মোবাইলে একাধিক মেয়ের অশ্লীল ছবি রয়েছে, যার মাধ্যমে চক্রটি বিভিন্ন মেয়েকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়।
পর্নোগ্রাফি আইনে রাতুল তালুকদারকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এসএম/আরএন