কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরহুম শামছুল পাগলার স্মৃতিচারণে স্থানীয়দের উদ্যোগে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খাড়াপাড়া ইন্তুর ঘাটের পূর্বদিকে বারোমাসিয়া নদীতে সাত দিনব্যাপী এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে উপচেপড়া ভিড় জমিয়েছে হাজারো দর্শনার্থী।
স্থানীয় দুলাল মিয়া, তরুণ সমাজ ও এলাকাবাসীর আয়োজনে গত ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। এরপর ১ অক্টোবর বুধবার বিকেলে দ্বিতীয় দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানিয়েছেন, দুই-এক দিন পরপর এই নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে তৃতীয় দিনের প্রতিযোগিতা।
আয়োজক কমিটির অন্যতম সদস্য দুলাল মিয়া জানান, মরহুম শামছুল পাগলার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। স্থানীয় ও দূর-দূরান্ত থেকে ৮ থেকে ১০টি ডিঙি নৌকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এই প্রথম এলাকায় এমন আয়োজন হওয়ায় হাজারো নারী-পুরুষ, শিশু ও কিশোররা উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করছেন। তিনি আরও জানান, মূলত বড় নৌকা দিয়ে বাইচ আয়োজনের পরিকল্পনা থাকলেও বারোমাসিয়া নদীতে পানি কম থাকায় ছোট ডিঙি নৌকা দিয়েই প্রতিযোগিতা আয়োজন করতে হয়েছে। খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ছাগল, দ্বিতীয় পুরস্কার একটি বাটন ফোন, তৃতীয় পুরস্কার একটি দেয়ালঘড়ি ও চতুর্থ পুরস্কার একটি ছাতা।
স্থানীয় শিক্ষার্থী অসীম কুমার রায়, মাসুদ রানা ও রোখসানা খাতুন জানান, আমাদের এলাকায় এই প্রথম ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে। বাড়ির পাশে আয়োজন হওয়ায় প্রতিটি খেলা উপভোগ করতে পারছি। প্রতিদিনই বিপুল মানুষের সমাগম ঘটছে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা প্রথমবারের মতো মরহুম শামছুল পাগলার স্মৃতিচারণে সাত দিনব্যাপী নৌকা বাইচের আয়োজন করেছে। আশা করি শান্তিপূর্ণ পরিবেশে প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হবে।
এসিআর/এসআর