বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, 'বিএনপি যদি আগামীতে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে, তবে দেশের মাটিতে কেউ সাম্প্রদায়িকতার কোনো বীজ বপন করতে পারবে না।'
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালোপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
লৌহজংয়ের কনকসার ইউপি কমপ্লেক্স দূর্গা পুজা মণ্ডপ, দক্ষিণ মসদগাঁও রাজবংশী যুবসমাজ দুর্গা পুজা মণ্ডপ, ঘোড়দৌঁড় বাজার দুর্গা পুজা মণ্ডপ ভারত ফকির দেবাশ্রম দুর্গা পুজা মণ্ডপসহ বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন। এছাড়াও, টঙ্গীবাড়ি বাঘাইর পুজা মণ্ডপ, আড়িয়াল পুজা মণ্ডপ, টঙ্গীবাড়ি শীব মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, 'বাংলাদেশ পাহাড়ে সমতলে সকল ধর্মের মানুষ আমরা ধর্মীয় সম্প্রীতিতে থাকতে চাই। কোনো কোনো চক্র কখনও কখনও উসকানি দেয়, কখনও বিভেদের করতে চায়। আমাদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে।'
আসাদুজ্জামান রিপন বলেন, 'বাংলাদেশে বিএনপির শাসনামলে হিন্দু-মুসলিম কিংবা কোনো ভেদাভেদমূলক রাজনীতি কেউ করতে পারবে না। সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা হলে কঠোর ভাবে দমন করা হবে।'
তিনি বলেন, 'আমরা দেশে সুশাসন নিশ্চিত করব। বাংলাদেশের প্রতিটি নাগরিক-সকল ধর্মাবলম্বী, সকল বর্ণ, ভাষা ও বিশ্বাসের মানুষ সমান অধিকার ভোগ করবে এবং তারা সবাই বাংলাদেশী হয়ে গর্বের সঙ্গে বসবাস করবে।'
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লৌহজং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার সিংহ অমিত, সাধারণ সম্পাদক এ্যাড. বিপ্লবী শাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিনয়কুমার মালো, কনকসার মালেপাড়া সার্বজনীন দূর্গা পুজা মন্ডের সভাপতি অশোক কুমার মালো ও সাধারণ সম্পাদক স্যামল বর্মণসহ বিএনপি নেতাকর্মীরা।
এমএইচ/এমএ