Friday | 3 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 3 October 2025 | Epaper
BREAKING: পাকিস্তানকে হারালো বাংলাদেশ      প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা      ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী      বৈরী আবহাওয়ায়ও কক্সবাজারে পর্যটকের ঢল      খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গের ঘটনায় পুলিশের ৩ মামলা       নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩       ওষুধ কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা      

ধর্মীয় সম্প্রীতি ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: মাহবুবুর রহমান

Published : Thursday, 2 October, 2025 at 11:40 AM  Count : 37

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির  মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন, ‘ধর্মীয় সম্প্রীতি ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। বিএনপির কাছে সব ধর্মই সমান। বাংলাদেশে কোনো জাতি ভেদাভেদ নেই।’

বুধবার বিকেলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, ‘দুর্গাপূজা হচ্ছে সম্প্রীতি ও ঐক্যের উৎসব। মুসলমানরা যেমন ধর্মীয় উৎসব পালন করেন, তেমনই হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের নিজস্ব উৎসব পালন করেন।’

তিনি বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন ধর্ম, বর্ণ ও নির্বিশেষে এক সম্প্রীতির বাংলাদেশ গড়ার। তাঁর যোগ্য উত্তরসূরী হিসেবে সেই আদর্শের ধারাবাহিকতায় বিএনপির হাল ধরেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান।’

নির্বাচন প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, ‘ইতিমধ্যে অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। বিএনপি আশা করছে, গণমানুষের দাবির মুখে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, তাহলে দেশবাসীকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলনে নামবে বিএনপি।’
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, সদস্য কামাল হোসেন, সেনোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নুরে আলম ফরাজি, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, সাজিবুল হক তালুকদার, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসএইচ/এমএ
সম্পর্কিত   বিষয়:  সুনামগঞ্জ   মধ্যনগর   বিএনপি   মাহবুবুর রহমান  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close